tamimবছরের প্রথম দিনেই বড় ধরণের শাস্তির মুখোমুখি হলেন জাতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটসম্যান। সাব্বির রহমানকে তো কেন্দ্রী চুক্তি থেকেই বাদ দেওয়া হয়েছে। তবে দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৫ লাখ টাকা জরিমানা দিয়ে পার পেয়েছেন। পাশাপাশি অবশ্য সতর্কবাণীও শুনতে হয়েছে তাকে।

বিপিএল চলাকালীন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে তীব্র সমালোচনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল। সমালোচনা করেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ব্রেন্ডন ম্যাককালামসহ আরও কয়েকজন। তবে কড়া ভাষা প্রয়োগ করায় শাস্তিটা পেতে হচ্ছে তামিমকেই।

chardike-ad

মিরপুরের পিচকে টি-টোয়েন্টি খেলার অনুপযোগী এবং ‘জঘন্য’ বলেছিলেন তামিম। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিল বিসিবি। গত বছরের ১৪ ডিসেম্বর এ নিয়ে শুনানি হয়। শুনানিতে তামিম স্বীকার করেন, তার ওভাবে বলাটা উচিত হয়নি। এরপরেও ৫ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে দেশসেরা এই ওপেনারকে।