munroতিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২১ রানের বড় ব্যবধানে পরাজিত করে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। একইসঙ্গে পাকিস্তানকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে কিউইরা। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এই প্রথম কোনো দলের প্রথম সাতজন ব্যাটসম্যানই ছক্কা হাঁকানোর কীর্তি গড়ে। মুনরো ১০ এবং গাপটিল দুটি ছক্কা হাঁকান। কিউইদের হয়ে এছাড়া একটি করে ছক্কা হাঁকান কেন উইলিয়ামসন, টম ব্রুস, আনারু কিচেন, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। আর তাতেই ইতিহাস গড়ে নিউজিল্যান্ড।

chardike-ad

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের প্রথম ছয়জন ব্যাটসম্যানের ছক্কা হাঁকানোর দুটি রেকর্ড ছিল। ২০১৬-১৭ মৌসুমে আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের ছয় শীর্ষ ব্যাটসম্যান ছক্কা হাঁকান। তার আগে ২০১২-১৩ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ছয়জন ব্যাটসম্যানই ছক্কা হাঁকান।