Search
Close this search box.
Search
Close this search box.

হাথুরুকে নিয়ে ভাবার সুযোগই নেই : মাশরাফি

mashrafeত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে প্রশ্ন যেন অবধারিতই। আজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনেও উঠল প্রাক্তন কোচের প্রসঙ্গ। রাত পোহালেই হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে প্রাক্তন কোচকে নিয়ে ভাবছেন না মাশরাফি।

মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘পেশাদার ক্রিকেটে এই ধরনের ঘটনা এটাই প্রথম না, সম্প্রতি যে কোচ ছিল তার মুখোমুখি হওয়া এই প্রথম না। আমরা এটা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যখন তিনি চলে গেছেন, তার পরিকল্পনা আমরা পুরোটাই ভুলে গেছি। এখন যারা নতুন কোচ হবে, তাদের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে তার ব্যাপারটা নিয়ে আর ভাবার সুযোগই নাই।’

chardike-ad

হাথুরুকে নিয়ে না ভেবে নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে চান অধিনায়ক, ‘সত্যি কথা বলতে এসব ম্যাটার করে না। ভাবনায় থাকে, ম্যাচটা খেলতে হবে, জিততে হবে। এর বাইরে কোনো সুযোগই নাই চিন্তা করার। চিন্তা করলে আল্টিমেটলি আরো বেশি চাপ আসে। আমার কাছে মনে হয়, খেলার দিকেই সবার মনোযোগ থাকে। সেটাই আছে, আমরা যেন আরো ভালো খেলি। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবে খেলি। ওই দিকেই সবাই ভাবছে।’

প্রাক্তন কোচকে চমক দেওয়ারও কিছু দেখছেন না মাশরাফি। ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বললেন অধিনায়ক। উদাহরণ হিসেবে টানলেন গত ম্যাচে এনামুল হক বিজয়ের ফেরাকে, ‘আলাদা করে চমক দেওয়ার কিছু নেই। যেটা হচ্ছে আমরা যেভাবে খেলতাম সেভাবেই খেলব। হাথুরুসিংহে থাকতেও এখানে এসে বলতাম, আমরা আত্মবিশ্বাস ও স্বাধীনতা নিয়ে ক্রিকেট খেলতে চাই। প্রায় তিন বছর (আড়াই বছর) পর বিজয় দলে এসে সে যেভাবে ক্রিকেট খেলেছে, আমরা এটাই চাই। ভয়হীন ক্রিকেট খেলুক।’

দীর্ঘদিন কোচ থাকার কারণে বাংলাদেশের খেলোয়াড়দের প্রায় সবই জানা হাথুরুর। তাই কিছুটা হলেও বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাশরাফি-সাকিবদের জন্য। বিষয়টা স্বীকার করে নিলেন মাশরাফি। তবে ‘ম্যাশ’ চ্যালেঞ্জ দেখছেন হাথুরুর জন্যও, ‘চ্যালেঞ্জ আসলে সব জায়গাতেই থাকে। হাথুরুসিংহে যখন এখানে ছিল, তখন তার ওপরে এক রকম চ্যালেঞ্জ ছিল। হয়তো দক্ষিণ আফ্রিকায় আমরা পুরোটা হেরে আসার পর চ্যালেঞ্জটা আরো বেশি হতো, আরো উপভোগ্য হতো। তিনি হয়তো থাকেননি, তিনি শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। এখন তার আরেক রকম চ্যালেঞ্জ। আমাদেরও চ্যালেঞ্জ, যখন ছিল কথা তো সব আমরাই শুনেছি।’

চ্যালেঞ্জ সব সময় থাকবেই বলে মনে করেন মাশরাফি, ‘চ্যালেঞ্জ তো সব সময় আমাদেরকেই নিতে হয়। এই চ্যালেঞ্জটা থাকছে, এখনো যে নাই তা না। আর আমরা এই টুর্নামেন্টটা যদি জিতিও, পরের সিরিজে তো একই চাপ থাকবে। প্রত্যাশাও তৈরি হয়। আপনি যখন বাংলাদেশের হয়ে খেলবেন এই চ্যালেঞ্জ থাকবেই। এটা নতুন কিছু না। আমরা যে কখনো চাপ সামলাইনি, এমন নয় বা এখন সামলাতে পারব না, এমন না।’