Search
Close this search box.
Search
Close this search box.

শাহজালাল বিমানবন্দরে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে ড্রোন আটক

droneশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গামী এক বিদেশি যাত্রীর কাছ থেকে একটি শক্তিশালী ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা পরিচালক মইনুল খান জানান, ড্রোনটি যার কাছ থেকে আটক করা হয় তিনি আমেরিকান পাসপোর্টধারী। তার নাম মার্ক রুমাম কুটরোবস্কির। ২২ বছর বয়সী মার্ক গত ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঘোষণা ছাড়াই ড্রোনটি নিয়ে বাংলাদেশে আসেন।

chardike-ad

সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইটে গোয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার প্রাক্কালে বোর্ডিং লাউঞ্জ থেকে তার ব্যাগ থেকে ড্রোনটি আটক করা হয়।

শুল্ক গোয়েন্দারা ধারণা করছে, ড্রোনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। এতে ৯টি ক্যামেরা রয়েছে। যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন।

বাংলাদেশে ড্রোন আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং দেশের নিরাপত্তার কথা বিবেচনায় ড্রোনটি আটক করা হয়। এখন ড্রোনটির মেমরি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। ডেইলি স্টার এর সৌজন্যে