khaleda-houseবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি। বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ উদ্বেগ জানান।

তিনি বলেন, ‘জানতে পারলাম, দলের চেয়ারপারসনের (খালেদা জিয়া) গুলশানের বাসার সামনে সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্য ও আইনশৃঙ্খলার বাহিনী অসংখ্য সদস্য অবস্থান নিয়েছে। আমরা জানি না, এর কারণ কী?’

chardike-ad

‘সরকার যে এক ভয়ংকর মরণ খেলায় মেতে উঠেছে তার নিদর্শন সুস্পষ্ট হয়ে উঠেছে। পতনের আগে মানুষ হঠাৎ করে একটু গা ঝাড়া দেয়। এটা তার ইংগিতবহ কি না আমরা জানি না,’ বলেন রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম খান উপস্থিত ছিলেন।