mashrafeত্রিদেশীয় সিরিজের পর অনেকটা চুপিসারেই ওমরাহ পালন করতে গিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্ত্রী-সন্তানদের নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে তার।

মাশরাফির সঙ্গে আছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান ও তার স্ত্রী তাসনিম ইসলাম লিসা।

chardike-ad

বৃহস্পতিবার মাশরাফিদের ওমরাহ পালনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিগুলোর একটিতে দেখা যায়, ইহরামের সাদা কাপড় জড়িয়ে একটি গাড়ির সামনে ছেলে সাহেল ও মেয়ে হুমায়রাকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবিতে মাথার চুল ছোট করে ছাঁটা মাশরাফি এবং নীল পাঞ্জাবী ও কালো টুপি পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান এক সঙ্গে খাবার খেতে বসেছেন।

মনের প্রশান্তি আর ধর্মীয় গুরুত্ব ভেবেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক দিন পর মাশরাফি ও নুরুল হাসান সপরিবারে সৌদি আরব যান ওমরাহ করতে। দুজনই দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য।

দুজনের দেশে ফেরার কথা আগামী ৪ ফ্রেব্রুয়ারি। মাশরাফি-নুরুলের মতো কয়েকদিন আগে একসঙ্গে পবিত্র ওমরাহ পালন করেছেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীসও।

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। চট্টগ্রামে চলছে সিরিজের প্রথম টেস্ট। দুই টেস্ট ম্যাচের পর দুটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সৌজন্যে: প্রিয়ডটকম