Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ানদের আয়ু বাড়লেও কমছে সুখ

দক্ষিণ কোরিয়ার জনগণের আয়ু বাড়লেও কমছে সুখ। এমনকি দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গুন হে’র আমলের চেয়ে বর্তমানে সুখী মানুষের সংখ্যা কমেছে।

chardike-ad

ইনস্টিটিউট ফর ফিউচার অফ স্টেট পরিচালিত একটি সূচক অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জনগণের সুখের পরিমাণ এখন ১১২.০৮ পয়েন্ট, যার আগের বছরের তুলনায় ৩.৯৯ পয়েন্ট কম।

ইনস্টিটিউটটি পরিবারের মাথাপিছু ঋণ, ভোক্তা মূল্য,  শিক্ষা, বাসভাড়া খরচসহ ৩৪ সূচকের উপর নির্ভর করে রিপোর্ট প্রকাশ করে থাকে।  ২০১৬ সালের ফেব্রুয়ারীতে সূচক ছিল ১৩৫.১৩ পয়েন্ট ছিল এবং ডিসেম্বরে প্রেসিডেন্ট পার্কের পতন পর্যন্ত তা ক্রমেই কমেছে।

নতুন প্রেসিডেন্টের হিসেবে দ্বায়িত্ব গ্রহণের পর মুন জে ইন জীবনযাত্রার মানোন্ননের উপর গুরুত্বারোপ করেন। গত বছরের তৃতীয় ভাগের কর্মসংস্থান ও গড় আয়ু বেড়েছে কিন্তু ক্রমবর্ধমান খরচ বৃদ্ধির কারণে মানুষ ক্রমেই অসুখী হচ্ছে।

বাংলা টেলিগ্রাফ/ সুয়াইবা শিকদার