Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় বছরে ৭৩ বিলিয়ন ডলার ইন্টারনেটে কেনাকাটা

দক্ষিণ কোরিয়ায় ক্রমেই বাড়ছে অনলাইনে কেনাকাটা। ২০১৭ সালে আগের বছরের তুলনায় অনলাইনে কেনাকাটা বেড়েছে ১৯.২ শতাংশ।

chardike-ad

দ্রুত ডেলিভারি এবং সুবিধাজনক পেমেন্ট অপশনের জন্য মোবাইলের দিকে ঝুঁকছে ক্রেতারা। কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেটের মাধ্যমে গতবছর লেনদেন হয়েছে ৭৮.২২ ট্রিলিয়ন উওন (৭২.৮৪ বিলিয়ন মার্কিন ডলার)। স্ট্যাটিসটিকস কোরিয়া’র পরিসংখ্যান অনুযায়ী,  আগের বছরের তুলনায় মোবাইলে লেনদেন ৩৪.৭ থেকে বেড়ে ৪৭.৮৩ ট্রিলিয়ন উওনে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্যহারে বিক্রি  পোষ্যপ্রাণীদের পণ্যসামগ্রী, ফার্নিচার এবং খাদ্যপণ্যের।

অনলাইন লেনদেনের ৬১.১ শতাংশই হয়েছে মোবাইমের মাধ্যমে। এই প্রথম মোবাইলে লেনদেন ৬০ শতাংশ অতিক্রম করলো। গত কয়েকবছরে দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ডিভাইসের বিষ্ময়কর উত্থান ঘটেছে। ইতিমধ্যে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে মোবাইল কম্পিউটারের স্থান দখল করেছে।

বাংলা টেলিগ্রাফ/ সুয়াইবা শিকদার