cosmetics-ad

বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করল ব্রাজিল

brazil

বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাসের মত বাকি। তবে এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের জন্য ১৫ সদেস্যর দল চূড়ান্ত করেছে ব্রাজিল কোচ। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল এস্পোর্ত এমনটাই দাবি করছে। শুধু তাই নয় এক সাক্ষাতকারে নাকি কোচ তিতে এই ফুটবলারদের নাম প্রকাশ করেছেন।

ওই সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২৩ সদস্যের দলের মধ্যে নিশ্চিত হওয়া ১৫ জন হলেন, পিএসজির চার তারকা নেইমার, থিয়াগো সিলভা, মারকুইনহোস ও দানি আলভেজ, বার্সেলোনার ফিলিপ কুতিনহো ও পাওলিনহো, লিভারপুল ফরোয়ার্ড ফিরমিনহো, রিয়াল মাদ্রিদের কাসেমিরো, মার্সেলো এবং ম্যানচেস্টার সিটির জেসুস ও ফার্নানদিনহো, ইন্টার মিলানের মিরান্দা, রোমা গোলরক্ষক আলিসন, বেইজিং সিনোবো গুয়ানের রেনাতো অগাস্তো ও চেলসি উইঙ্গার উইলিয়ান।

এছাড়া তিতের দলের বাকি ৮ সম্ভাব্য খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ হবে আগামী তিন মাসের পরীক্ষায়। যারা ভালো করবেন তারাই জায়গা পাবেন বলে জানিয়েছেন কোচ।

গ্রুপ পর্বে গ্রুপ পর্বে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। মাঠে ৪-৩-৩ ফরম্যাশনে খেলার পরিকল্পনার কথাও জানান ব্রাজিল কোচ তিতে।

জাগো নিউজ এর সৌজন্যে