Search
Close this search box.
Search
Close this search box.

ডিপিএল খেলতে ঢাকায় ইউসুফ পাঠান

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভারতীয় অনেক ক্রিকেটার নিয়মিতই খেলে থাকেন। তবে এর মধ্যে নামী কোনো তারকা নেই বললেই চলে। এবার ডিপিএল দেখবে ভারতের জাতীয় দলের সাবেক মারকুটে ব্যাটিং অল-রাউন্ডার ইউসুফ পাঠানকে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ২২ গজের লড়াইয়ে নামতে তিনি ইতিমধ্যেই ঢাকায় পোঁছেছেন। গত আসরে তিনি আবাহনীর হয়ে খেলেছিলেন।

২০১২ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা ইউসুফ পাঠান আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭ ওয়ানডের পাশাপাশি ২২ টি-টোয়েন্টি খেলেছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১৭৭ ম্যাচ খেলা এ ক্রিকেটারের নামের পাশে রয়েছে ৩৩.৭৯ গড়ে ৪ হাজার ২৫৮ রান। ব্যাটিংয়ের সাথে বল হাতেও বেশ দুর্দান্ত তিনি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ঝুলিতে এখন পর্যন্ত জমা হয়েছে ১১৪ উইকেট

chardike-ad

।গত আসরে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৩৫ বছর বয়সী ইউসুফ পাঠান। চলতি আসরের প্রাইম ব্যাংকের প্রথম চার ম্যাচে খেলেছেন আরেক ভারতীয় ক্রিকেটার কুনাল চান্ডিলা। শনিবারে অনুষ্ঠিত হতে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারে আসরে মাঠে নামতে ইউসুফ। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করার পর টানা তিন হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে থাকা প্রাইম ব্যাংক ইউসুফকে দিয়েই ফেরার দিন গুনছে।