বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ ফেব্রুয়ারী ২০১৮, ৮:০০ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধ বিমানে প্রথম ভারতীয় নারী


avaniপ্রথম ভারতীয় নারী হিসেবে যুদ্ধ বিমান ওড়ালেন আভানি চর্তুবেদী। এ সপ্তাহে তিনি প্রথম ভারতীয় নারী হিসেবে ৩০ মিনিট একাই মিগ ২১ বাইসন ফাইটার জেটটি ওড়ান বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

গত ১৯ ফেব্রুয়ারি সোমবার আভানি এই যুদ্ধ বিমান ওড়ান। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত এ খবর জনসাধাণের কাছে প্রকাশ করা হয়নি। আভানি চর্তুবেদী প্রথম তিনজন নারী ফাইটার পাইলটের একজন যিনি ভারতীয় বিমান বাহিনীর অর্ন্তভুক্ত হয়েছেন।

বিমান বাহিনীর মুখপাত্র অনুপম ব্যানার্জী ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনীর ইতিহাসে এটি ছিল একটি বড় দিন।ভারতীয় বিমান বাহিনী সমতা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এটা সেই অঙ্গীকার পূরণে একধাপ এগোনো।

বিমান বাহিনী ওই ফ্লাইটের পরে আভানির একটি ছবি টুইট করে।

আভানির সঙ্গে বাহিনীতে যোগ দেওয়া অন্য দুজন নারী ভাবনা কান্ত ও মোহানা সিংয়ের সঙ্গে ২০১৬ সালের জুন মাসে স্নাতক শেষ করেন। তারাও প্রশিক্ষণের অর্ন্তভুক্ত হিসেবে একই ফ্লাইট চালাবেন।

এর আগে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীতে মাত্র ২.৫ শতাংশ নারী ছিল। যারা যুদ্ধের ময়দানে সরাসরি অংশ নিতেন না।

সূত্র- আর্থসূচক