Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির প্লেন বানাচ্ছে চীন

planছয় হাজার কিলোমিটার গতির প্লেন বানানোর ঘোষণা দিয়েছেন চীনা বিজ্ঞানীরা। এত দ্রুতগতির উড়োজাহাজ বানানো সম্ভব হলে তা সাধারণ প্লেনে ১৩ ঘণ্টার যাত্রাপথকেও মাত্র দুই ঘণ্টায় নিয়ে আসতে সক্ষম হবে।

আইপ্লেন নামে সেই প্লেনটি শব্দের ছয় গুণ গতি অর্জন করবে। এত দ্রুতগতির প্লেন বিশ্বে আগে কখনো ছিল না। হাইপারসনিক প্লেনটির ডিজাইন করেছেন চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর গবেষকরা। তাদের দাবি এটি বেইজিং থেকে নিউ ইয়র্কে মালামাল ও যাত্রী নিয়ে যেতে পারবে মাত্র দুই ঘণ্টায়।

chardike-ad

china-planসম্প্রতি এ প্লেনটির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে এ মাসের ফিজিক্স, মেকানিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি জার্নালে। গবেষক দলটি জানিয়েছে, তারা জেটটির নমুনা নিয়ে উইন্ড টানেলে পরীক্ষা করেছেন। এতে সেটির গতি ৮,৬০০ কিলোমিটার পর্যন্ত তোলা সম্ভব হয়েছে।

অতীতে বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন প্লেন ছিল কনকর্ড। এর সর্বোচ্চ গতি ছিল ২,১৭৯ কিলোমিটার।