Search
Close this search box.
Search
Close this search box.

bangladeshi-supporterবলা হয়ে থাকে ক্রিকেট ভদ্র লোকের খেলা। কিন্তু গতকাল কলম্বোতে বাংলোদেশের সাথে শ্রীলঙ্কার যে আচরণ করেছে তা দেখে নব্য ক্রিকেট প্রেমীদের মনেই হতে পারে, আসলে কি ক্রিকেট ভদ্র লোাকের খেলা। ম্যাচে চলাকালিন অবস্থায় ‘নো’ বল বিতর্ক। ম্যাচ শেষে সোহানের দিকে জীবন মেন্ডিসের তেরেফুরে যাওয়া। এসব ঘটনা একটা প্রশ্নের জন্ম দেয়। আসলে এতদিন যেই শ্রীলঙ্কাকে সভ্য জাতি হিসেবে ধরা হতো আসলে তারা কতটা সভ্য?

শুক্রবার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পাশে ছিলেন শোয়েব আলী (‘টাইগার শোয়েব’ নামে পরিচিত) আর বুলু চন্দ্র ঘোষ। পুলিশ উপস্থিত থাকার পরও বাংলাদেশের এই দুই দর্শক কিছু উচ্ছৃঙ্খল শ্রীলঙ্কান দর্শকের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ।

chardike-ad

টাইগার শোয়েব জনান, তিনি পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি। এমনকি শ্রীলঙ্কান দর্শকদের বাজে আচরণের শিকার হয়ে কান্নাকাটি করলেও পুলিশ কিংবা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কেউ এগিয়ে আসেনি। খেলা চলার সময় বেশির ভাগ দর্শকই মদ্যপ থাকে বলে জানান শোয়েব। আমাদের ধাক্কাধাক্কি করে। আজ তারা শুধু ধাক্কাধাক্কি নয়, মারধর করেছে। পুলিশকে বারবার বলেও কাজ হয়নি।’

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ঢাকা থেকে আসা সমর্থকদের সংগঠন বিসিএসের কয়েকজন সদস্য শ্রীলঙ্কান দর্শকদের বাজে আচরণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। বিসিএসএর সভাপতি জুনায়েদ পাইকার বললেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এসএলসিকে অভিযোগ করব। বিসিবিকেও বিষয়টা জানাব।’

ম্যাচের পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানালেন, শোয়েবদের মারধর তো করেছেই, খেলা দেখতে আসা দুই বাঙালি পরিবারের সঙ্গেও বাজে আচরণ করেছে শ্রীলঙ্কান দর্শকেরা। মাথায় হিজাব দেখে বারবার বিয়ারের ক্যান ছুড়ে মেরেছে! নিরুপায় হয়ে খেলা অসমাপ্ত রেখেই তাদের চলে যেতে হয়েছে।

এমন ঘটনা সত্যিই দুই দেশের বন্ধুত্বপূর্ণ ক্রিকেটীয় সম্পর্ক ভবিষ্যতে চীর ধরতে পারে।