মুম্বাইয়ের গোরেগাঁও স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০১ রান করে স্বাগতিক ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান আসে রমেশের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন উজ্জ্বল। এছাড়া তিন উইকেট নেন রাজন।
ভারতের দেয়া ১০২ রানের জবাবে খেলতে নেমে শুরুতে মহসিনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করেন মিঠু। সঙ্গে উজ্জ্বলের অপরাজিত ২৪ রানের উপর ভর করে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।
এদিকে শনিবার থেকে দিল্লিতে ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।