Search
Close this search box.
Search
Close this search box.

নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে সিনেমা হলের উদ্বোধন করলো সৌদি আরব

saudi-cinema-hall৪০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে বাণিজ্যিক সিনেমা হলের উদ্বোধন করলো সৌদি আরব। বুধবার লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে হলিউডের ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা মুক্তি দেওয়ার মাধ্যমে এ সিনেমা হলের উদ্বোধন করা হয়।

বুধবার সৌদি সংস্কৃতিমন্ত্রী আওযাদ আল আওয়াদ ৪৫০ সিটের সিনেমা হলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, বিদেশি অতিথি ও নির্বাচিত শিল্পপতিরা। ৪৫ ফুট পর্দার এই সিনেমা হলটি উদ্বোধন করা হয়েছে রাজধানী রিয়াদে।

chardike-ad

সৌদিতে সিনেমা হল পরিচালনার দায়িত্ব পেয়েছে এএমসি এন্টারটেনমেন্ট হোল্ডিংস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্রবার থেকে সিনেমা হল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আর অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে।

এএমসির প্রধান নির্বাহি অ্যাডাম অ্যারন বলেছেন, ‘সৌদি নাগরিকরা এখন থেকে সুন্দর সিনেমা হলে যেতে পারবে এবং যেভাবে সিনেমা দেখার কথা সেভাবেই বড় পর্দায় তারা সিনেমা দেখতে পারবে।’