Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়া একমত হলেন পরমাণু নিরস্ত্রীকরণে

kim and munjae inউত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপে যেন শান্তির পায়রা উড়ছে। দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যকার বৈঠকে অংশ নিতে শুক্রবার সকালে কিম দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম গ্রামে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট মুন জে ইন।

ঐতিহাসিক বৈঠকের পর এক যৌথ ঘোষণায় এ কথা জানানো হয়, পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণে মতৈক্যে পৌঁছেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট। পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ দশক আগে শেষ হওয়া কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক অবসানে চলতি বছরই শান্তি চুক্তি করার বিষয়ে একমত হয়েছেন তারা।

chardike-ad

কিম ও মুন যে বাড়িতে এই ঐতিহাসিক বৈঠক করেন, সেটিকে নাম দেওয়া হয়েছে পিস হাউস বা শান্তির বাড়ি। এই শান্তির বাড়িতে দুই নেতার মধ্যে আলোচনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনের মুখপাত্র ইয়ুন ইয়াং-চ্যান এক বিবৃতিতে বলেন, দুই নেতা কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আন্তরিক ও খোলামেলা আলোচনা করেছেন। তারা আন্তঃকোরিয়া সম্পর্কোন্নয়নের বিষয়টি নিয়েও গুরুত্বের সঙ্গে আলাপ করেছেন।