বিশ্বকাপের ঠিক এক মাস বাকি থাকতে প্রাথমিক দল ঘোষণার হিড়িক পড়ে গেছে। সোমবার এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও ইরান ঘোষণা করেছে তাদের প্রাথমিক দল। তাতে মিলেছে দু’রকম চমক।
দক্ষিণ কোরিয়ার ২৮ সদস্যের দলে ডিফেন্ডারই ১২ জন! আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভরাডুবি এড়াতেই কোচ শিন তায়ে-ইয়ংয়ের এই উদ্যোগ।
নড়বড়ে রক্ষণ অনেকদিন ধরেই ভোগাচ্ছে দক্ষিণ কোরিয়াকে। গত বছর জুলাইয়ে শিন কোচের দায়িত্ব নেয়ার পর ১৪ ম্যাচে ২০ গোল করার বিপরীতে ১৯ গোল হজম করেছে দক্ষিণ কোরিয়া।
আক্রমণভাগের নেতৃত্বে আছেন টটেনহ্যাম তারকা সন হিউং-মিন। এ মৌসুমে টটেনহ্যামের হয়ে সব মিলিয়ে ১৮ গোল করেছেন সন। ২০১৪ বিশ্বকাপ দলের মাত্র নয়জন এবার ডাক পেয়েছেন প্রাথমিক দলে।
ওদিকে ইরানের ৩৫ সদস্যের বিশাল দলে ডাক পেয়েছেন দুই নিষিদ্ধ মিডফিল্ডার! গত বছর ইসরাইলের একটি ক্লাবের বিপক্ষে খেলায় মাসুদ শোযায়ি ও এহসান হাজি সফিকে আজীবন নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছিল ইরান ফুটবল ফেডারেশন।
তবে ফিফার শাস্তির ভয়ে আনুষ্ঠানিকভাবে তাদের নিষিদ্ধ করা হয়নি। এ নিয়ে যে বিভ্রান্তি ছিল তা কেটে গেল দু’জনই বিশ্বকাপ দলে ডাক পাওয়ায়। এএফপি।