Search
Close this search box.
Search
Close this search box.

ওয়ানডেতে ৪৯০ রান তুলে বিশ্বরেকর্ড করলেন নিউজিল্যান্ড

nz-femaleওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় দলীয় পুঁজির রেকর্ডটি কোন দলের দখলে? এতদিন পর্যন্ত ইংল্যান্ডের নামটিই বলা হতো। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে নটিংহামে ৩ উইকেটে ৪৪৪ রান তুলেছিল ইংলিশরা। এবার সেই রেকর্ডটি ভেঙে গেল। তবে ছেলেদের ক্রিকেটে নয়, রেকর্ডটি ভেঙে দিয়েছেন নারী ক্রিকেটাররা।

গতকাল ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৪৯০ রানের পাহাড় গড়েছেন নিউজিল্যান্ডের মেয়েরা। ওয়ানডে ইতিহাসে এটিই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। ১৭২ রানের উদ্বোধনী জুটি, দুই সেঞ্চুরি, সঙ্গে মারকাটারি ব্যাটিংয়ে এই ইতিহাস গড়েছেন কিউই মেয়েরা।

chardike-ad

নিউজিল্যান্ডের পক্ষে সেঞ্চুরি দুটি হাঁকিয়েছেন অধিনায়ক সুজি বেটস আর মাডি গ্রিন। ৯৪ বলে ২৪টি বাউন্ডারি আর ২টি ছক্কায় ১৫১ রানের দানবীয় এক ইনিংস খেলেন ওপেনার সুজি বেটস। ৭৭ বলে ১৫ চার আর ১ ছক্কায় ১২১ করে আউট হন মাডি গ্রিন।

বাকিরাও অবদান না রেখে যাননি। আরেক ওপেনার জেস ওয়াটকিন করেন ৫৯ বলে ৬২ রান। এমেলিয়া কেরের উইলো থেকে আসে ৪৫ বলে হার না মানা ৮১ রান।