Search
Close this search box.
Search
Close this search box.

ব্যাংক ঋণে সুদের হার কমিয়ে আনার ঘোষণা

bangladesh-bankব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। আজ বুধবার রাজধানীর গুলশানে এ বিষয়ে ঘোষণা দেয় বিএবি।

তিন মাস মেয়াদী আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দেবে ব্যাংকগুলো। ঋণে ৯ শতাংশের বেশি সুদ নেবে না। ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকার হবে।

chardike-ad

বেসরকারি খাতের বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগামী জুলাই থেকে বিনিয়োগ মুনাফার হার (সুদের হার) এক অঙ্গে নামিয়ে আনার ঘোষণা দেওয়ার একদিন পরই এ ঘোষণা দেয় বিএবি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ব্যাংক এ সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে তারা আরও একটি বৈঠক করবেন বলে জানান তিনি।

উল্লেখ, সম্প্রতি ব্যাংকের তারল্য সংকটে (নগদ টাকা) ব্যাংকিং খাতে সুদের হার অনেক বেড়ে যায়। বেশি সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল উদ্যোক্তাদের।