cosmetics-ad

আজ থেকে প্রকাশ্যে গাড়ি চালাবেন সৌদি নারীরা

saudi-women

সৌদি আরবের নারীদের জন্য নতুন যুগ শুরু হতে চলেছে। আজ রোববার সৌদি নারীদের প্রকাশ্যে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উঠিয়ে দিচ্ছে সৌদি সরকার। আজ থেকে সৌদি আরবের নারীরা গাড়ি চালানো শুরু করবেন।

দেশটিতে এর আগে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। গত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া ঘোষণার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেদেশের নারীরা গাড়ি চালানো শুরু করছেন।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা চলে আসছে। এখন এই নিষেধাজ্ঞার অবসান ঘটছে।

কয়েক দশক ধরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হয়ে তার দেশকে আধুনিক করতে নানামুখী সংস্কার-কার্যক্রম হাতে নেন। এই সংস্কার কার্যক্রমের মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি রয়েছে বলেও কর্তৃপক্ষের ভাষ্য।

সৌদি নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘোষণার পর সেখানে ইতিমধ্যেই নারীরা গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। চালু হয়েছে গাড়ি চালানো শেখানোর স্কুল। নারীদের গাড়ি কেনার জন্য দেশটির বিভিন্ন ব্যাংক ঋণ সুবিধাও দিচ্ছে।

সৌজন্যে- অর্থসূচক