Search
Close this search box.
Search
Close this search box.

জানেন কি বিশ্বকাপে রেফারিদের পারিশ্রমিক কত?

refereeবিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের যারা সামলাচ্ছেন তাদের পারিশ্রমিক কত তা অনেকেরই জানা নেই। রাশিয়া বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, রোমেলু লুকাকুদের মতো তারকাদের দাপটের সঙ্গেই সামলাচ্ছেন যে রেফারিরা। যারা এই ম্যাচ পরিচালনার গুরুদায়িত্ব পালন করছেন, সেই রেফারিরা কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন তা জানেন?

চলমান রাশিয়া বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারির প্যানেল তৈরি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর এই ৩৬ জন রেফারিদের সহযোগিতায় রয়েছেন আরও ৬৩ জন রেফারি।

chardike-ad

ব্রাজিলের বিখ্যাত ওয়েবসাইট ইউওএল এস্পোর্তের প্রতিবেদনের অনুযায়ী, ২০১৮ সালে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরা এককালীন ৭০ হাজার ডলার পাবেন, টাকার হিসেবে ৫৭ লাখ ৪০ হাজার। এছাড়াও প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য তারা পাবেন ৩ হাজার ডলার তথা ২ লাখ ৪৬ হাজার টাকা।

আর সহকারী রেফারিরা এককালীন পাবেন ২৫ হাজার ডলার তথা ২ লাখ ৫০ হাজার টাকা। ম্যাচ প্রতি তারা পাবেন ২ হাজার ডলার তথা ১ লাখ ৬৪ হাজার টাকা।

যদিও রেফারিদের পারিশ্রমিক নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ফিফা।