Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক কাজী মারুফ

kazi-marufচিত্রনায়ক কাজী মারুফ বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়ক।

কাজী মারুফের মামাত ভাই পরিচালক ও প্রযোজক বিপ্লব শরীফ জানান, গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে গাড়ি যোগে যাচ্ছিলেন মারুফ ও তার স্ত্রী-সন্তান। এ সময় হঠাৎ করে পেছন থেকে এমটিএ সিটি বাস এসে মারুফের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির কিছু অংশ ভেঙ্গে যায়। তবে এতে কেউ আহত হয়নি। সবাই সুস্থ আছেন।

chardike-ad

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।