২৩ বছর ১০ মাস বয়সেই পিএইচডি ডিগ্রি

sayemমাত্র ২৩ বছর ১০ মাস বয়সে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করে রেকর্ড করেছেন খাজা সায়েম। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ আব লন্ডন (ইউসিএল বিশ্বদ্যিালয়) থেকে অর্থনীতিতে সাফল্যের সঙ্গে তিনি এই ডক্টরেট ডিগ্রি আর্জন করেন।

ইউনিভার্সিটি কলেজ আব লন্ডন থেকে এটাই সবচেয়ে কম বয়সে পিএইচডি’র রেকর্ড। খাজা সায়েমের আগে এই বিশ্ববিদ্যালয় থেকে কল মার্ক্স নামে এক ব্যক্তি ২৪ বছর বয়সে পিএইচডি করেছিলেন।

এর আগে এ বিশ্ববিদ্যালয় থেকেই অর্থনীতিতে গ্রাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশুনায় অসাধারণ মেধার পরিচয় দিয়ে আসছেন। তিনি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট’ (সিপিএইচডি) এর প্রতিষ্ঠাতা।