Search
Close this search box.
Search
Close this search box.

asif-mahiaঅবশেষে তরুণ মেধাবী নির্মাতা সৈকত নাসিরের ‌’ভিআইপি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সিনেমায় আসিফের নায়িকা হিসেবে অভিনয় করবেন হালের ক্রেজ মাহিয়া মাহী।

সিনেমায় অনেক আগে থেকেই নায়কের প্রস্তাব পেলেও রাজি হননি বিভিন্ন কারণে। অবশেষে সংগীতজীবনের ১৮ বছরের মাথায় এসে আসিফকে সিনেমার নায়ক হতে রাজি করিয়ে নিলেন এই তরুণ পরিচালক।

অভিনয়ের বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই। এ বিষয়ে আসিফ জানান, মাহীর নায়িকা হওয়ার বন্দোবস্ত মোটামুটি ফাইনাল। আলাপ হয়েছে। অলমোস্ট ইতিবাচক। আমরা যতদূর পরিকল্পনা করেছি তাতে এতটুকু বলতে পারি, ভালো কিছুই হতে যাচ্ছে।

কী কারণে সিনেমায় অভিনয় করছেন এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘আমার নিজের ইচ্ছা আর সৈকত নাসিরের প্রতি বিশ্বাস। নির্মাতাই প্রধান মানুষ, যে আমাকে ছবিটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।’

অ্যাকশন থ্রিলারভিত্তিক এ ওয়েব সিনেমা ‘ভিআইপি’র গল্প ও চিত্রনাট্য করছেন আসাদ জামান এবং সৈকত নাসির। বড় বাজেটের এ ওয়েব সিনেমার দৈর্ঘ্য হবে ১৪০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ২০ মিনিট।

chardike-ad

আগামী ঈদের পরপরই ছবির শুটিং শুরু হবে। আর মুক্তির বিষয়টা ছবির কাজ শেষ হলে বলা যাবে, বড় পর্দায় ও রিলিজ হতে পারে ছবিটি।