Search
Close this search box.
Search
Close this search box.

হারতে হারতে জিতে গেল বাংলাদেশ

a-teamঅনেক গিয়েও শেষটুকু পাড়ি দেওয়া হলো না শ্রীলঙ্কা ‘এ’ দলের। আর স্নায়ু ধরে রেখে হারতে হারতে শেষ বলে গিয়ে ম্যাচ জিতলো বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে প্রথম আন-অফিশিয়াল ওয়ানডেতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

২৮১ রানের লক্ষ্য, শেষ ওভারে শ্রীলঙ্কা ‘এ’-এর প্রয়োজন ছিল ২২ রান। শেহান মাদুশাঙ্কা খালেদ আহমেদের ৫ বলে মারলেন ৩ ছয়, শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। শেষ হাসিটা হাসলেন খালেদই, মাদুশাঙ্কা শেষ বলে দিলেন মিঠুনের হাতে ক্যাচ। রোমাঞ্চ জাগিয়ে জিতল বাংলাদেশ ‘এ’। শেষ উইকেটসহ চারটি নিয়েছেন পেসার খালেদ আহমেদ, তিনটি নিয়েছেন শরিফুল ইসলাম।

chardike-ad

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ ‘এ’, ২৪ রান করে প্রথমে ফিরেছেন সৌম্য সরকার। চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন যোগ করেছেন ৯৫ রান, ৬৩ বলে ৫৯ রান ফজলের, মিঠুন সমান বলে করেছেন ৪৪ রান। এর আগে ওপেনার মিজানুর রহমানও করেছেন ফিফটি, তবে ধীরগতির ছিলেন তিনি, ৬৩ রান করতে খেলেছেন ১০৭ বল। সেটাই যেন পুষিয়ে দিয়েছেন ছয়ে নামা আরিফুল হক, তার ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসেই ২৮০ পর্যন্ত গেছে বাংলাদেশ ‘এ’।

৭২ রানেই ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা ‘এ’, ৫ম উইকেটে আশান প্রিয়াঞ্জন ও দাশুন শনাকার ৮৪ রানের জুটি তাদেরকে ঠিক পথেই রেখেছিল, রান-বলের ব্যবধানটা ছিল চিন্তার বিষয়। থিসারা পেরেরার ২০ বলে ২২, শাম্মু আশানের ১৯ বলে ২৮ রানে সেটা সামাল দেওয়ার চেষ্টা করেছে শ্রীলঙ্কা ‘এ’। এরপর শেহান মাদুশাঙ্কা ম্যাচ প্রায় বের করেই নিয়েছিলেন, শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনিই, ১২ বলে ২১ রান করে। এর আগে শুরুতে ৭২ রানে ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা ‘এ’।