Search
Close this search box.
Search
Close this search box.

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

bangladesh-team
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই লজ্জাজনক হারের পর এবার ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের লক্ষ্য নিয়েই আজ ক্যারিবীয় মাঠে নামবে মাশরাফি বাহিনী। গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলেও মাশরাফির নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগার বাহিনী। বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাটে ক্যারিবীয়দের চেয়ে র‌্যাংকিংয়ের রেকর্ডটি কিন্তু বাংলাদেশেরই বেশি। ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে রয়েছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৯।

chardike-ad

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত দুদেশের ওয়ানডেগুলোতে বাংলাদেশের জয় আছে মাত্র তিনটিতে। তাও আবার দুর্বল উইন্ডিজদের বিপক্ষে ২০০৯ সালে। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা এখন বেশ শক্তিশালী।

দুটি টেস্ট ম্যাচে লজ্জাজনক হারের পর ওয়ানডে খেলতে দেশ থেকে উড়ে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল হেরে গেলেও দেশবাসী অপেক্ষা করছেন ওয়ানডে সিরিজ জয়ের।

আজ সন্ধায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও চ্যানেল নাইন।