Search
Close this search box.
Search
Close this search box.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

tamim-sabbir
ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্সে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার ওয়ানডে লড়াই। পরে থাকবে টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের ক্রিকেটে শক্ত প্রতিপক্ষ হয়ে যাওয়া টাইগারদের কাছে সমর্থকদের প্রত্যাশাও আকাশচুম্বী।

chardike-ad

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অবশ্য বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০১৪ সালে। সেটি সিরিজে দুই দলের সর্বশেষ সাক্ষাতও। তিন ম্যাচের সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

এরপর অবশ্য আমূল বদলে গেছে বাংলাদেশের ওয়ানডে দল। ঘরে বাইরে মিলিয়ে সর্বশেষ ১০টি দ্বিপাক্ষীয় ওয়ানডে সিরিজের মধ্যে ৬টিই জিতেছে তারা। একটি করেছে ড্র, হেরেছে মাত্র ৩টিতে।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।