Search
Close this search box.
Search
Close this search box.

তামিমকে কটূক্তি করে নিষিদ্ধ হলেন গুনাথিলাকা

বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে কটূক্তি করার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। সবধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

chardike-ad

সফরকারী দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলতি সিরিজ শেষে তার এ নিষেধাজ্ঞা বলবৎ হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

ঘটনার সূত্রপাত, গেল জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন। স্বাগতিক বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় কটূক্তি করায় তার শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় এবং তাৎক্ষণিক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

অভিযোগ গঠনের প্রায় ৭ মাস পরে এ শাস্তি শোনালো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে তাকে কতদিনের জন্য এ শাস্তি দেয়া হয়েছে সেটা এখনও সুস্পষ্ট করেনি বোর্ড।

এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরও তাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দলের অনুশীলনে যোগ দেননি। অনুশীলন বিমুখ মানসিকতার জন্যই তাকে শাস্তির আওতায় আনা হয়েছিলো।

বাংলাদেশ প্রতিদিন।