cosmetics-ad

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ

bangladesh-football-teamদক্ষিণ কোরিয়া সফরে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান গেমস সামনে রেখে এই ম্যাচে সেহান বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সাদউদ্দিন ও সুফিলের দুই অর্ধের দুই গোলে জয় পায় বাংলাদেশ। মাঝে অবশ্য কোরিয়ান দলটি সমতায় ফিরেছিল।

এর আগে এই সফরে তিন প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে গোয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৬ আগস্ট চোদাং বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

sentbe-ad

এখান থেকে প্রস্তুতি শেষ করে ১১ অগাস্ট এশিয়ান গেমসে লক্ষ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছাবে বাংলাদেশ। যেখানে ১৪ অগাস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবেন জামাল ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে জেমি ডের শিষ্যদের অপর দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার।