Search
Close this search box.
Search
Close this search box.

পাইলট ধর্মঘটে ৪০০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে অর্ধ লক্ষাধিক যাত্রী

ryanairইউরোপের পাঁচটি দেশে বিমানসংস্থা রায়ানেয়ারের পাইলটরা ধর্মঘটে নেমেছে। ফলে চারশ ফ্লাইট বাতিল হয়েছে। এতে ইউরোপজুড়ে অর্ধ লক্ষাধিক যাত্রী দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে।

জানা যায়, রায়ানেয়ারের পাইলটরা জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কারণে ইউরোপজুড়ে প্রায় ৫৫ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে ৪২ হাজার যাত্রীই জার্মানির। সেখানে বাতিল হয়েছে ২৫০ টি ফ্লাইট।

chardike-ad

sentbe-adএই ধর্মঘটে বেলজিয়ামে বাতিল হয়েছে ১০৪ টি ফ্লাইট।সুইডেন ও আয়ারল্যান্ড মোট ৪২ টি এবং নেদারল্যান্ডসে ২২ টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে, সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি।

সূত্র: বিবিসি