sentbe-top

দক্ষিণ আফ্রিকায় ফের বাংলাদেশি খুন

africa-bangladeshiদক্ষিণ আফ্রিকায় সুমন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। সুমনের বাড়ি নোয়াখালী।

জানা গেছে, ৩ মাস আগে সুমনের দোকানে এক স্থানীয় কালার সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। ওই কালা রেগে গিয়ে সুমনকে গুলি করে। পরে আহত অবস্থায় সুমনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, প্রতিনিয়ত হত্যা, হামলা ও ডাকাতির মত ঘটনা বেড়েই চলেছে দেশটিতে। বিশেষ করে যারা প্রবাসী ব্যবসায়ী তাদেরকে লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে দুর্বৃত্তরা। প্রাণের ভয়ে ব্যবসা গুটিয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে সেখানকান অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীরা। আর এই নির্মমতার সবচেয়ে বড় শিকার সেখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

sentbe-top