Search
Close this search box.
Search
Close this search box.

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মাশরাফির

bangladeshএশিয়া কাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ থেকে। সুপার ফোরের ম্যাচে আজই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আফগানিস্তান ম্যাচ শেষে মাত্র ১৩ ঘন্টা ব্যবধানে মাঠে নামতে হবে বাংলাদেশকে। পুরোটা সময় বিশ্রামেরও সুযোগ নেই। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলেছে আবু ধাবিতে। স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে দুই দলের ম্যাচ শেষ হয়েছে। তিন ঘন্টা ভ্রমণ শেষে বাংলাদেশ গভীর রাতে পৌছেছে দুবাইয়ে।

আজ বিকালেই আবার ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ভারতীয় দল যেখানে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন পুরোটা সময় বিশ্রামের সুযোগ পেয়েছে সেখানে বাংলাদেশের হাতে ১০ ঘন্টা সময়ও নেই! মরুর বুকে উত্তপ্ত গরমে পরপর দুদিন খেলা সত্যিই কষ্টসাধ্য, দুরূহ বিষয়। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ‘হযবরল’ সূচির কারণে কোনো পথ খোলা নেই টাইগারদের।

chardike-ad

এর ওপরে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের হার বাড়িয়েছে যন্ত্রণা। যদি অগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে বেশি চিন্তা করতে চায় না দল। সুপার ফোরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় অধিনায়ক মাশরাফি।

sentbe-adআফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেছেন,‘আফগানিস্তান ৪০ ওভারের পর আমাদের উড়িয়ে দিয়েছে। তারা খুবই ভালো খেলেছে। আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিং আপ টু মার্ক ছিল না।’

‘আমাদের আগামীকাল (শুক্রবার) গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ছেলেদের সতেজ থাকতে হবে। এরকম গরমে পরপর দুদিন খেলা এবং ঘুরে দাঁড়ানো কঠিন। কিন্তু আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি। আশা করছি ভালোভাবেই আমরা রিকোভারি করতে পারব। মুস্তাফিজ ও মুশফিক আজ বিশ্রামে ছিল। তারা ফিরে আসলে ভালো হবে।’- যোগ করেন মাশরাফি।

আবু ধাবিতে বৃহস্পতিবার আগে ব্যাটিং করে আফগানিস্তান ৭ উইকেটে ২৫৫ রান করে। জবাবে বাংলাদেশ আটকে যায় ১১৯ রানে। আফগানিস্তানের বিপক্ষে সবথেকে বড় হারের লজ্জা পেতে হয় টাইগারদের। রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে যায় বাংলাদেশ।