Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় ৪১ হাজার অবৈধ অভিবাসী আটক

malaysia-policeমালয়েশিয়ায় চলতি বছরে ৪১ হাজার ১৮ অবৈধ বিদেশি অভিবাসী আটক করেছে অভিবাসন বিভাগ। দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আটককৃতদের মধ্যে ১৩ হাজার ৬১৪ জন ইন্দোনেশিয়ার, ৮ হাজার ৭৪৮ বাংলাদেশি, ৪ হাজার ৬৮ জন মায়ানমার, ৩ হাজার ৫৪৯ ফিলিপাইন, থাই নাগরিক ২ হাজার ৭৯১ থাইল্যান্ড, এবং ৮ হাজার ২৪৮ অন্যান্য দেশের নাগরিক।

chardike-ad

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানান, আমরা প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এখনও এমন নিয়োগকর্তারা রয়েছেন যারা হতাশভাবে কাজ করে এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করে এবং এ পর্যন্ত ১ হাজার ১৬৬ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে যাদের অধিকাংশই অভিযুক্ত হয়েছে।

সম্প্রতি দেশটির তানাহা রাতা টার্মিনাল ফ্রিসিয়া ক্যামেরন হাইল্যান্ডস ইমিগ্রেশন অফিসের কার্যপরিবেশের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মস্তফার আলী।