Search
Close this search box.
Search
Close this search box.

৬০ বছরের বরের সাথে ১৫ বছরের কনের বিয়ে

indian-newsভারতের কর্নাটকে ৬০ বছর বয়সী নাইজেরিয়ান ব্যবসায়ীর কাছে নিজেদের ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়েছেন বাবা-মা। কয়েক মাস আগে ঘরোয়া পরিবেশে বিয়ের পর কনেকে নিজ দেশে নিয়ে গেছেন নাইজেরিয়ান বর। সম্প্রতি ঘটনাটি প্রকাশিত হয়। ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

জানা গেছে, নাইজেরিয়ান ওই ব্যবসায়ীর নাম আলহাজি আবাদান। ব্যবসাসূত্রে ভারতের কর্নাটকে আসা-যাওয়া ছিল তার। এভাবে কর্নাটকের গুলবার্গার জামির আহমেদ সৌতের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আবাদানের। এক পর্যায়ে মাহমুদ আলীর ছোট কন্যা কানিস ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেন আবাদান। সম্পদশালী ব্যবসায়ীর কাছ থেকে প্রস্তাব পেয়ে রাজী হয়ে যান জামির আহমেদ।

chardike-ad

এ বিয়ে নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কর্নাটকের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। নাতাশা চৌহান নামে এক নারী লিখেছেন, ‘এটি অনৈতিক কাজ। এ ঘটনাকে কোন ভাবেই বিবাহ বলা যায়। আদতে মেয়েটিকে বিক্রি করে দেয়া হয়েছে।’

‘গার্লস নট ব্রাইড’ নামে সংগঠনের তথ্য মতে, ভারতে বাল্যবিয়ের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে প্রায় ৪৭ ভাগ মেয়ের বিয়ে হয় বয়স ১৮ বছর হওয়ার আগেই। বিহারে এ হার ৬৯ ভাগ পর্যন্ত। তবে বেশিরভাগ বিয়ে হয় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মেয়েদের ক্ষেত্রে। ১৫ বছর বয়সী মেয়েদের বিয়ের ঘটনাও খুব বেশি হয় না।

ভারতের অনেক সম্প্রদায় মেয়েদের অর্থনৈতিক বোঝা মনে করে। তাই দ্রুত কন্যাদেরকে বিয়ে দেয়ার চেষ্টা করে থাকেন বাবা-মা।