cosmetics-ad

চাবি নয় ফিঙ্গারপ্রিন্টে চলবে হুন্দাই গাড়ি

চাবি নয়, এবার থেকে গ্রাহকের ফিঙ্গারপ্রিন্টে হুন্দাই গাড়ি আনলক হবে। সম্প্রতি এই কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি। হুন্দাই সান্তা ফি গাড়িতে প্রথম ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার আসতে চলেছে। ২০১৯ সালে বাজারে আসবে এই গাড়ি। যখন দশ হাজারের নীচে স্মার্টফোনে সুরক্ষিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার হচ্ছে, হুন্দাই আই ২০ এর পরবর্তী ভার্সানে এই ফিচার যোগ হলে অবাক হওয়ার কিছু নেই। আগামী বছর ভারতে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী এসইউভি। সেই গাড়িতেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারে হুন্দাই।

গাড়ির দরজার হ্যান্ডেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করতে চলেছে হুন্দাই। এর ফলে সহজেই গাড়ি আনলক করতে পারবেন গ্রাহক। এর পরে কেবিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে আঙুল রেখে ইঞ্জিন চালু করা যাবে।

এছাড়াও প্রত্যেক গ্রাহক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করে সিটের পজিশান বা স্টিয়ারিং এর পজিশান ঠিক করে নিতে পারবেন। একই গাড়ি একাধিক ব্যাক্তি চালালে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা সেটিং সেভ করে রাখবে।