cosmetics-ad

মন্ত্রিসভায় যারা এসেছেন তারা যে পার্মানেন্ট সেটাও বলা যাবে না:কাদের

obaidul kader
ফাইল ছবি

এবারের ৪৭ জনের মন্ত্রিসভায় ২৭ জনই নতুন মুখ। প্রধানমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্তকে অনেকেই শুধু চমক নয়, বলছেন ‘মহাচমক’। এই মন্ত্রিসভার শপথ সোমবার। আগের মন্ত্রিসভার হেভিওয়েট ও সিনিয়র নেতাদের বেশির ভাগই বাদ পড়েছেন। রোববার এ নিয়ে ছিল ব্যাপক আলোচনা। অবশ্য সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিনিয়র মন্ত্রীরা বাদ পড়েননি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কারণে তাদের দায়িত্বের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন সময়ের চাহিদা ছিল, এতে দলে কোনো প্রভাব পড়বে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় যারা এসেছেন তারা যে পার্মানেন্ট সেটাও বলা যাবে না। সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তবে মানুষ বিষয়টিকে কিভাবে গ্রহণ করেছে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নতুন সরকারের যে নতুন ভাবনা, নবীন-প্রবীণের সমন্বয়ে যে মন্ত্রিসভা সাজানো হয়েছে- সেটি জনগণ কিভাবে দেখছে- সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। তবে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।