Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশ

অর্থ বিত্ত বৈভবে বিশ্বের প্রতিটি দেশ প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে চলছে। প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে কে কার থেকে এগিয়ে থাকবে ধন-সম্পদের বিচারে। এবার দেখুন বিশ্বের ১০টি শীর্ষ ধনী দেশের তালিকা।

doha-qatar
শীর্ষ ধনীদের তালিকায় এক নম্বরে আছে কাতার। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ১ লাখ ৪৬ হাজার ১১ ডলার।
luxembarg
লুক্সেমবার্গ-এদেশটি রয়েছে শীর্ষ ধনীদের দ্বিতীয় তালিকায়। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৯৪ হাজার ১৬৭ ডলার।
singapore
তৃতীয় অবস্থারে আছে সিঙ্গাপুর। এদেশের মানুষ মাথাপিছু জিডিপি ৮৪ হাজার ৮২১ ডলার।
brunai
ব্রুনাই আছে চতুর্থ অবস্থানে। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৮০ হাজার ৩৩৫ ডলার।
kuwait
পঞ্চম অবস্থানে আছে কুয়েত। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৭১ হাজার ৬০০ ডলার।
norway
নরওয়ে আছে ষষ্ঠ অবস্থানে। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬১৯ ডলার।
amirat
সপ্তম অবস্থানে আছে ইউনাইটেড আরব আমিরাত। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ২০১ ডলার।
hongkong
হংকং আছে অষ্টম অবস্থানে। এদেশের মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৬৭৬ ডলার।
usa
নবম অবস্থানে আছে আমেরিকা। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৫৭ হাজার ৪৫ ডলার।
swizerland
সুইজারল্যান্ড আছে দশম অবস্থানে। এদেশের মানুষের মাথাপিছু জিডিপি ৫৬ হাজার ৮১৫ ডলার।

সৌজন্যে- জাগো নিউজ

chardike-ad