কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ২০ ভারতীয় সেনা নিহত

kashmirকাশ্মিরের স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন জয়শে মোহাম্মদের হামলায় ২০ ভারতীয় সেনা নিহত ও ৪৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ‘আজতক’ হিন্দি টিভির ওয়েবসাইটে জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আহত সেনাদের শ্রীনগরস্থিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কাশ্মিরের স্বাধীনতাকামীদের পেতে রাখা আইইডি বিস্ফোরিত হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে প্রকাশ, সিআরপিএফের গাড়িবহর পুলওয়ামা জেলায় শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের উপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার সময় গোরিপোরার কাছে আগে থেকে একটি গাড়িতে আইইডি বেঁধে রেখা ছিলো। গাড়িবহরটি সেখানে পৌঁছতেই বিস্ফোরণ ঘটানো হয়। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় বলে জানায় পুলিশ । সিআরপিএফের ওই গাড়িবহরে এসময় কমপক্ষে আড়াই হাজার সেনা ছিল বলে জানা গেছে।