Search
Close this search box.
Search
Close this search box.

মার্কিন সঙ্গীতশিল্পী ডেলা মাইলসের ইসলাম ধর্ম গ্রহণ

dela-mailsমার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার ডেলা মাইলস সম্প্রতি তার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তুরস্কফরে একটি কনসার্টে অংশ নেওয়ার পর তিনি এই ঘোষণা দেন। জানা যায়, কালেমা তাইয়েবা ও কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম ধর্মে প্রবেশ করেন। খবর আল-খালিজ অনলাইনের।

ডেলা মাইলসের অফিসিয়াল ফেসবুক একাউন্টে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মাইলস ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভিতরে হিজাব পরে ঘোরাফেরা করছেন।

chardike-ad

সূত্রের খবর, ডেলা মাইলস গত কয়েক বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা অব্যাহত রেখেছিলেন। ইসলামের পূর্ণাঙ্গ রূপ ও ধারণা পেতে চেষ্টা করে যাচ্ছিলেন। এই প্রচেষ্টায় ইসলামের প্রতি মুগ্ধ ও হৃদয়-মথিত হয়ে তিনি খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

ডেলা মাইলস বলেন, ইসলাম ভালবাসা ও সহনশীলতার ধর্ম। মুহাম্মাদ (সা.) সম্মন্ধে জ্ঞান অর্জন আমার নিকট খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কসম! ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সম্মানিত হয়েছি।