Search
Close this search box.
Search
Close this search box.

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন হাফেজ ইমরান ও মাসুম

quran-contestইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন হাফেজ ইমরান ও হাফেজ মাসুম বিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বাছাই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইমরান।

ইরানের এ প্রতিযোগিতায় বিশ্বের ৪৮টি দেশের ১৮৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। কুরআন প্রতিযোগিতার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর ব্যবস্থা। ৯ এপ্রিল শুরু হবে এ প্রতিযোগিতা। তা শেষ হবে ১৫ এপ্রিল। ২০১৮ সালে ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রতিযোগী, কুরআন বিশেষজ্ঞ ও বিচারকসহ মোট ৩৭০ জন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

chardike-ad

হাফেজ ইমরান ও হাফেজ মাসুম বিল্লাহ বাংলাদেশের প্রধান ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী পরিচালিত মাহাদুল ক্বিরাত বাংলাদেশের ছাত্র। তাদের প্রতি রইলো শুভ কামনা….

সৌজন্যে- জাগো নিউজ