জাপানের হোক্কাইদো দ্বীপে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে রোববারের এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।
দেশটির স্থানীয় দৈনিক জাপান ট্যুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় রাত পৌনে দুইটায় পূর্বাঞ্চলীয় এই দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার নিচে এটির উৎপত্তি।
ভূমিকম্পটির পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উপকূলবর্তী শহর নেমুরোর কাছে সাগরে এটির উৎপত্তি। যা পরবর্তীতে উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদো পর্যন্ত ছড়িয়ে পড়ে। গত বছর হোক্কাইদোতে শক্তিশালী এক ভূমিকম্পে ৩৭ জন নিহত হয়েছিলেন।