Search
Close this search box.
Search
Close this search box.

সমলিঙ্গের বিয়ের বৈধতা দিলো তাইওয়ান

taiwabএশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়েছে তাইওয়ানের পার্লামেন্ট। শুক্রবার পার্লামেন্টে এ সংক্রান্ত বিলের ওপর ভোট হলে সমকামিদের বিয়েকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেন আইনপ্রণেতারা।

২০১৭ সালে সাংবিধানিক আদালত সমলিঙ্গের বিয়ের পক্ষে রায় দিয়েছিল। এ সংক্রান্ত আইন বদলাতে পার্লামেন্টকে দুই বছরের সময়ও বেঁধে দেয় আদালত। ২৪ মে সুপ্রিম কোর্টের ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। সমকামিদের বিয়ের অনুমোদন দিতে পার্লামেন্টে আইনপ্রণেতারা তিনটি আলাদা বিল নিয়ে বিতর্ক করেছেন। তবে শেষ পর্যন্ত সরকারের আনা বিলটিই পাশ হয়।

chardike-ad

তিনটির মধ্যে দুটি উত্থাপন করেছিলেন রক্ষণশীল আইনপ্রণেতারা। তারা সমলিঙ্গের ‘বিয়ে’ শব্দটি পরিবর্তে ‘সমলিঙ্গের পারিবারিক সম্পর্ক’ অথবা ‘সমলিঙ্গের ঐক্য’ শব্দ প্রয়োগ করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৬৬-২৭ ভোটে সরকারের আনা বিলটিই পাশ হয়। প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন বিলটিতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।