Search
Close this search box.
Search
Close this search box.

৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করলো ফেসবুক

facebookগত ছয় মাসে ৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ‘ডিলিট করলো’ ফেসবুক। সাম্প্রতিক এক বিবৃতিতে ফেসবুক এ তথ্য জানিয়েছে। ফেসবুক জানায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এসব ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেসবুকের ধারণা প্রতি মাসে ২৪০ কোটি সচল অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৫ শতাংশ বা ১২ কোটি অ্যাকাউন্টই ভুয়া। এর আগের হিসাবের তুলনায় এবারের হিসাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ১ থেকে ২ শতাংশ বেড়েছে।

chardike-ad

২০১৮ সালের ডিসেম্বর শেষে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৩০ কোটিতে পৌঁছেছে। বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্টধারী। এসব অ্যাকাউন্ট ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোয় সবচেয়ে বেশি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।