Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল নুসরাতের বিয়ে

nusrat-jahanআগামীকাল বুধবার বিয়ের পিঁড়িতে বসবেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বর দীর্ঘ দিনের প্রেমিক নিখিল জৈন। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তুরস্কের বোদরুমে সাত পাকে বাঁধা পড়বেন নুসরাত-নিখিল। হবু বর নিখিল জৈন এবং পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে দুদিন আগেই তুরস্কে পৌঁছেছেন সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বিয়ের আসরকে ঘিরে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

গত শুক্রবার নুসরাতের কলকাতার বাড়িতে তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠানে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এই অভিনেত্রী। এদিকে তুরস্কের বোদরুমে যাওয়ার পর গত ১৭ জুন অনুষ্ঠিত হয়েছে ইয়ট পার্টি। আজ মঙ্গলবার মেহেদি ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ের দিন সকালে আবারো হলুদের অনুষ্ঠান হবে। ২০ জুন, হোয়াইট ওয়েডিং। দেশে ফিরে (২৫ জুনের পর) বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন নুসরাত-নিখিল। ৪ জুলাই অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। এরপর ইউরোপের কোনো একটি দেশে মধুচন্দ্রিমার জন্য উড়াল দিবেন এই জুটি।

বিয়েতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লেহেঙ্গা পরবেন নুসরাত জাহান। তার বর নিখিলও এ ডিজাইনারের পোশাক পরবেন। বিয়ের পরের রাতের পার্টিতে এ নায়িকা পরবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাক। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরাত পরবেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে একটি পোশাক।

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, নিখিল জৈনর সঙ্গে সম্পর্কে রয়েছেন নুসরাত জাহান। তিনি একটি শাড়ির ব্র্যান্ডের কর্ণধার। চলতি বছরের শুরুতে শোনা যায়, আগামী জুলাই কিংবা আগস্টে নিখিলের সঙ্গে বাগদান সারবেন এই নায়িকা। এজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছিল। এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখিল জৈনর সঙ্গে ছবি পোস্ট করে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন নুসরাত।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ সিনেমাতেও অভিনয় করেছেন নুসরাত। গত বছরের ২১ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি।

chardike-ad