Search
Close this search box.
Search
Close this search box.

ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন মরগ্যান

morgan-sixএবারের বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডই হট ফেবারিট। গত বিশ্বকাপে বাংলাদেশের সাথে হেরে বিদায় নেওয়ার পর থেকেই বদলে যায় ইংল্যান্ডের ক্রিকেট। আর এই বদলে যাওয়ার অন্যতম কারিগর ইংলিশদের অধিনায়ক ইয়ন মরগ্যান। তার হাত ধরেই আইসিসির ওডিআিই র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ইংলিশরা।

ইংল্যান্ডে দলের পারফরম্যান্স নিয়ে কখনো প্রশ্ন না থাকলেও সুযোগ পেলেই কথা উঠতো মরগানের ব্যাটিং নিয়ে। আজ (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দিলেন ইংলিশ অধিনায়ক। রশিদ-নবীদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠে ছক্কার মেলা বসান তিনি।

chardike-ad

ছক্কা হাঁকিয়ে নতুন এক রেকর্ডের মালিকও হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপ তো বটেই, ওয়ানডে ক্রিকেট ইতিহাসেরই এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড গড়েছেন মরগান। আফগানিস্তানের বিপক্ষে ১৭ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৭১ বলে ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংসও খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওয়ানডে ক্রিকেটে অবশ্য এক ইনিংসে ১৬ ছক্কার কৃতিত্ব আছেন তিনজনের। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন রোহিত। ১৫৮ বলে ২০৯ রানে করে আউট হওয়ার আগে ১৬ টি ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন এবি ডি ভিলিয়ার্স আর ক্রিস গেইল। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ ছক্কা হাঁকান সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। ঐ বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিস গেইলও ১৬ ছক্কা হাঁকান।