Search
Close this search box.
Search
Close this search box.

niki-concertহজ্বের মৌসুমে আমেরিকার বিতর্কিত র‍্যাপ সঙ্গীতশিল্পী নিকি মিনাজের কনসার্ট নিয়ে সৌদিসহ বিশ্বব্যাপী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৮ জুলাই জেদ্দায় এ কনসার্টের আয়োজন করা হচ্ছে।

মার্কিন র‍্যাপ তারকা নিকি মিনাজ অতিযৌনতাসূচক ভাবমূর্তির জন্য পরিচিত। তাকে সবসময়ই যৌন উত্তেজক মিউজিক ভিডিও তৈরি করতে দেখা যায়। তার লাইভ কনসার্টেও দেখা যায় একই চিত্র। নিকি মিনাজের গানের কথাও বেশিরভাগ যৌনতা সম্পর্কিত। কনসার্টে তিনি থাকেন একেবারেই খোলামেলা।

nikiবুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে নিকি মিনাজের নাম ঘোষণা করার পর সৌদি আরবের সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই বলছেন, মহানবী হজরত মোহাম্মাদ (স.)’র জন্মভূমিতে নিকি মিনাজের মতো শিল্পীর আগমন ও কনসার্ট কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

হজ্বের মওসুমে সৌদি আরবে এমন কনসার্টের বিষয়ে দেশটির অনেক নাগরিকই অসন্তুষ্ট। ওই কনসার্টে অংশ গ্রহণের কথা জানিয়ে নিকি মিনাজ নিজেও একটি টুইট করেছেন। এতে বিতর্ক আরও জোরালো হয়েছে।