সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। আজ (রোববার) ভারতের কল্যাণীতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের কিশোররা ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলংকাকে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-২ গোলে হারিয়েছিল ভুটানকে। বাংলাদেশের ফরোয়ার্ড আল আমিন রহমান একাই করেছেন ৫ গোল। বাকি ২ গোল করেছেন রাকিবুল ইসলাম ও আল মিরাদ। শ্রীলংকার একমাত্র গোলদাতা মিহরান।
পরপর দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেলো লাল-সবুজ জার্সিধারী কিশোররা। বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ২৭ আগস্ট নেপালের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৩ টায়। দক্ষিণ এশিয়ার ৫টি দেশ খেলছে এই টুর্নামেন্টে। লিগ ভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দল ওঠবে ফাইনালে। বাংলাদেশ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।