Search
Close this search box.
Search
Close this search box.

জাপানের কাছে ৩৩০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি আমেরিকার

trump-abeজাপানের কাছে ৩৩০ কোটি ডলার মূল্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। উত্তর কোরিয়া যখন তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেক বাড়িয়েছে তখন জাপান এই ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি বলে মনে করা হয়।

গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, জাপানের কাছে মার্কিন দুটি কোম্পানি ৭৩টি স্ট্যান্ডার্ড মিসাইল এবং এম কে ২৯ জাপানের কাছে বিক্রি করা হবে। এ

chardike-ad

জেন্সি বলেছে, এসব ক্ষেপণাস্ত্র জাহাজে মোতায়েন করা যাবে এবং শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে। জাপানের কাছে প্রস্তাবিত এই ক্ষেপণাস্ত্র বিক্রির মাধ্যমে আমেরিকা টোকিওর সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

গত মাসে উত্তর কোরিয়া সাতটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এরমধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাপানের ভূখণ্ডে গিয়ে পড়ে।