সিউল, ২৫ এপ্রিল ২০১৪:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ায় ফেরী ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে’র কাছে ফেরি ডুবিতে প্রাণহানির ঘটনায় প্রেরিত এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি এই ফেরী ট্র্যাজিডিতে যে সব স্কুল শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রী প্রাণ হারিয়েছে তাদের পিতা-মাতা ও আত্মীয়দের পক্ষে স্বজন হারানোর বেদনা ভুলে যাওয়া সম্ভব নয়।’

chardike-ad

PYH2014041607530031500_P2শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং নিহত শিক্ষার্থী ও অন্যান্যের পরিবারের সদস্যরা যাতে এই শোক ভুলে যাওয়ার শক্তি সঞ্চয় করতে পারে সে জন্য প্রার্থনা করেন।

আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। শোক বার্তায় শেখ হাসিনা ফেরী ডুবির পর কোরীয় সরকারের চলমান উদ্ধার অভিযানের সাফল্য কামনা করেন।

তিনি এ ব্যাপারে তাঁর অব্যাহত সাহায্য ও সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।