Search
Close this search box.
Search
Close this search box.

দেশে ফেরার আকুতি কুয়েত প্রবাসী মুজিবুরের

kuwait-muzibur‘আমি হঠাৎ করে খুব অসুস্থ। বাম হাত, বাম পা অবস হয়ে গেছে। ধারদেনা করে দুই মাস আগে কুয়েতে এসেছি। আমার বাবা নেই, তিনটা সন্তান আছে। বর্তমানে এ দেশে আমার কোনো আয় নেই। শেষ পর্যন্ত কী হবে আল্লাহই ভালো জানে। প্রবাসী ভাইদের সহযোগিতায় আমি পরিবারের কাছে ফিরে যেতে চাই।’

হৃদয়বিদারক কথাগুলো বলছিলেন কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের ১৫ নং ওয়ার্ডের ২৮ নম্বর রুমে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের মৃত মোনাফরের ছেলে মো. মুজিবুর।

chardike-ad

মুজিবুরের আত্মীয় মহিন বেপারী বলেন, ‘ধারদেনা করে দুই মাস আগে সে কুয়েতে এসেছে। এক মাস হলো তার আকামা ও মেডিকেল সম্পন্ন হয়েছে। গত মাসে কাজে যাওয়ার পর হঠাৎ তার মুখ ও বাম হাত, বাম পা অবস হয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে ভর্তি করাই।’

তিনি বলেন, ‘তার অনেক টাকা ঋণ। এখানেও তার এই অবস্থা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মুজিবুর। এখন তার পরিবার হতাশায় দিন পার করছে।’

ফরওয়ানিয়া হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দেশে নিয়ে যেতে হলে তাকে আরও কিছুটা সুস্থ হতে হবে। নিয়মিত ব্যায়াম ও পরিবারের সেবা যত্ন পেলে সে সুস্থ হয়ে যাবে।

ইতোমধ্যে বাংলাদেশি ইন কুয়েত নামের একটি ফেসবুক পেজের কিছু তরুণ সহযোগিতার জন্য উদ্যোগ নিয়েছে। পেজের অ্যাডমিন নুর আলম বাশার বলেন, আমাদের মাধ্যমে অথবা হাসপাতালে গিয়ে রোগীকে সহযোগিতা করতে পারেন। এক প্রবাসীর বিপদে অন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।